চীনের ইন্টারনেট বিজ্ঞাপন বেড়েছে ১৪ শতাংশ

১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৪২  
এক বছরে ১৪ শতাংশ বেড়েছে চীনের ইন্টারনেট বিজ্ঞাপন বাজার। সেখানে এখন অনলাইন বাজারের আকার দাড়িয়েছে প্রায় সাত হাজার সাতশ’ কোটি ডলারে। চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর মোবাইল ডিভাইসের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার খাতটি বাজারের ৮৫ শতাংশ নিজ দখলে রেখেছিল। ২০১৮ সালেও এ খাতের দখলে ছিল ৭০ শতাংশ। ইন্টারনেট বিপণণ যোগাযোগ চেইন পুনঃগঠনের মাধ্যমে চীনে কেওসিরা বন্ধু এবং ভক্তদেরকে প্রভাবিত করে সেখানে বাজার সম্প্রসারণ করছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে,  চীনের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে এখন অনেক কেওসি রয়েছেন, যারা বিভিন্ন ব্র্যান্ডের ভোক্তাদেরকে আকৃষ্ট করছেন এবং নিজেদের বিজ্ঞাপন মূল্য ধীরে ধীরে বাড়াচ্ছেন। তবে বাজার উন্নয়ন পরিসংখ্যানের তুলনা তুলে ধরে চীনের পত্রিকা চায়না ডেইলি বলছে, এ নিয়ে টানা তিন বছর ধরে বাজার প্রবৃদ্ধি ধীরগতি হয়ে যাওয়ার প্রমাণ উঠে এসেছে পরিসংখ্যানের অংকে।